রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা পাঠালো ভারত

| আপডেট :  ০৩ জুলাই ২০২১, ০১:১৩  | প্রকাশিত :  ০৩ জুলাই ২০২১, ০১:১৩

ভারত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য নদী পথে কয়লার প্রথম চালান বাংলাদেশে পাঠিয়েছে। শুক্রবার ৩৭৫২ টন কয়লা নিয়ে গোদাবরী কমোডিটি লিমিটেডের রাজা রিভার ওয়েজ বার্জটি রওয়ানা দিয়েছে মোংলা বন্দরের উদ্দেশ্যে। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার জানান, বাংলাদেশ খুলনার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ব্যবহারের জন্য প্রথম চালান পাঠানো হয়েছে। ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন এই তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে যৌথভাবে কাজ করছে। সে কারণেই ধানবাদ থেকে আসা কয়লা নদীর মাধ্যমে মোংলা বন্দরে যাচ্ছে।

এনটিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে হিন্দুর প্রতিবেদনে বলা হয়, এসএমপি কলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন ভারতীয় কয়লা বাংলাদেশে যাবে বলে আমরা আশা করছি। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র হচ্ছে রামপালে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত