বগা লঞ্চঘাটের ইজারাদারকে প্রাণনাশের হুমকি
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা লঞ্চঘাটের ইজারাদার শাহাবুদ্দিন আকনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ৪ জনেকে আসামি করে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়রী ভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, চলতি বছর বগা লঞ্চঘাটের ইজারার দায়িত্ব পান বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের আজাহার আলী আকনের ছেলে শাহাবুদ্দিন আকন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১ জুলাই তাকে বগা লঞ্চঘাটের দায়িত্ব হস্তান্তর করে।
২ জুলাই রাতে আওয়ামীলীগ নেতা মোতালেব হাওলাদার তার সন্ত্রাসীর বাহিনী ডেকে নিয়ে ইজারাদার শাহাবুদ্দিন আকন ও তার শ্রমিকদের খুন জখমের হুমকি দেন। এ সময় শাহাবুদ্দিনের আকনের বড় ভাই জালাল আকনের মুঠোফোনে কল দিয়ে মোতালেব হাওলাদার বলেন, ‘তোমার ভাইকে ঘাট ছেড়ে দিতে বল না হয় হাসপাতালে বেড রেডি কর’।
এ বিষয়ে শাহাবুদ্দিন আকন শনিবার (৩ জুলাই) বাউফল থানায় আওয়ামীলীগ নেতা আবদুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ জনকে আসামী করে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বর্তমানে শাহাবুদ্দিন আকন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, আমি কাউকে হুমকি দেইনি এসব অভিযোগ মিথ্যা। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আল মামুন বলেন, লিখিত অভিযোগটি আমরা সাধারণ ডায়রিভুক্ত করে তদন্ত শুরু করেছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত