ভূমধ্যসাগর থেকে ২১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

| আপডেট :  ০৬ জুলাই ২০২১, ০১:১৪  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২১, ০১:১৪

ভূমধ্যসাগর থেকে ২১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এসময় আরও ৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয় বলে তিউনিসিয়ার কোস্টগার্ডের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছেন। তিউনিসিয়ার বন্দরনগরী সাফাক্সের উপকূলে রোববার ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হৌসেম এদেইন জেবাবলি জানিয়েছেন।

এসব অভিবাসনপ্রত্যাশীরা আফ্রিকার সাব–সাহারা অঞ্চলের বাসিন্দা।

গত ২৬ জুনের পর থেকে সাফাক্সের উপকূলে ভূমধ্যসাগরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকাডুবির ঘটনা ঘটে। এসব নৌকাডুবির ঘটনায় ৪৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ৭৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হৌসেম এদেইন জেবাবলি।

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় গত শনিবার নৌকাডুবে অন্তত ৪৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। ওই নৌকায় বাংলাদেশ, মিসর, চাদ, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন বলে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত