ঈদের আগে ব্যাংক খোলা থাকবে চারদিন, চলবে যে নিয়মে

| আপডেট :  ১৩ জুলাই ২০২১, ০৫:১০  | প্রকাশিত :  ১৩ জুলাই ২০২১, ০৫:১০

কুরবানি ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময়ে শর্তসাপেক্ষে ​স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

ঈদকে সামনে রেখে আগামীকাল ১৪ জুলাই সহ আরও তিনদিন ব্যাংক খোলা থাকবে। চলমান লকডাউন আগামীকাল শেষ হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত।

এরপরই নতুন নির্দেশনায় ঈদের আগে তিনদিন (১৫, ১৮ এবং ১৯ জুলাই) ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৪টা পর্যন্ত। আগের চিঠির উল্লেখিত বিভাগ-শাখাগুলো ছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করে ব্যাংক তার নিজস্ব বিবেচনায় সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত