শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

| আপডেট :  ১৭ জুলাই ২০২১, ০১:২৯  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২১, ০১:২৯

ইমরার হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মোঃ বায়জিদ মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে কলাপাড়া পৌর শহরের খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৬ জুলাই) রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই শিক্ষার্থী তার চাচার বাসা ইটবাড়িয়া থেকে পায়ে হেটে নিজ বাড়ি মাঝের খেয়াঘাট এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বায়জিদ ওই শিক্ষার্থীর পিছু নিয়ে তাকে অশ্লীল কথা বলিতে থাকে। শিক্ষার্থী কোন উপায় না পেয়ে বায়জিদের ভয়ে একটি বাড়িতে প্রবেশ করে। বায়জিদও ওই বাড়িতে প্রবেশ করে ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে জোরপূর্বক হাত দেয়। এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বায়জিদ পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বায়জিদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত