দিনাজপুরে একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু

| আপডেট :  ২১ জুলাই ২০২১, ১২:০৩  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২১, ১২:০৩

দিনাজপুরে একদিনে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এতে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৭ জনে। এছাড়াও এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯০ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৮৩ জনে।

আজ বুধবার (২১ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, জেলা গত ২৪ ঘণ্টায় ৭৯৬টি নমুনা পরীক্ষা করে ১৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত