পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

| আপডেট :  ২১ জুলাই ২০২১, ০১:৩৬  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২১, ০১:৩৬

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (২০ জুলাই) রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাবর আজমের দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ২ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ডানহাতি ওপেনার জেসন রয়। ইনিংসের ১১তম ওভারে সাজঘরে ফেরার আগে ১২ চার ও ১ ছয়ের মারে ৩৬ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন। আরেক ওপেনার জস বাটলার ২২ বলে ২১ ও তিন নম্বরে নামা ডেভিড মালান ৩৩ বলে ৩১ রানের মন্থর ব্যাটিং করলে খানিক চাপ বাড়ে ইংল্যান্ডের রান তাড়ায়।

অধিনায়ক ইয়ন মরগ্যানের ১২ বলে ২১ রানের ক্যামিও ইনিংস ম্যাচ জিততে সমস্যা হয়নি ইংলিশদের। এর আগে পাকিস্তানকে ১৫৪ রান এনে দেয়ার পূর্ণ কৃতিত্ব উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের।

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫ চার ও ৩ ছয়ের মারে ৫৭ বলে ৭৬ রান করেছেন এ ডানহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ২৪ রান এসেছে ফাখর জামানের ব্যাট থেকে। ইংল্যান্ডের পক্ষে বল হাতে ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন লেগস্পিনার আদিল রশিদ। ম্যাচসেরা নির্বাচিত হন জ্যাসন রয়। আর সিরিজ সেরা হন লিয়াম লিভিংস্টন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত