ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি: প্রকল্প পরিচালক
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলছেন, পদ্মা সেতুর পিলারের সঙ্গে যাত্রীবাহী ফেরি শাহজালাল-এর ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি।
আজ শুক্রবার (২৩ জুলাই) বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেছেন, পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে রো রো ফেরির সংঘর্ষের ঘটনায় সেতুর কোনো ক্ষতি হয়নি। যেটুকু আঘাত লেগেছে, সেটা নিয়ে চিন্তিত নন পদ্মা সেতু নির্মাণ সংশ্লিষ্টরা।
তিনি বলেন, এতে সামান্যই ক্ষতি হয়েছে। এটা কোনো ব্যাপার না। ধাক্কা লাগতে পারে এমন চিন্তা তো আমাদের ছিল, যেহেতু বড় নদীর মধ্যে বড় জাহাজ যাবে। সেই প্রভিশন আছে, ধাক্কা লাগতে পারে। তিনি আরও বলেন, পদ্মা সেতুর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে এটি পাঁচ হাজার টন পর্যন্ত আঘাত সহনীয়।
পদ্মা সেতু প্রকল্পের এক প্রকৌশলী বলেন, আমরা এই ঘটনাটি তদন্ত করছি। এর পেছনে কিছু আছে কি না তা জানতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
এর আগে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে। এসময় ফেরির ২০ যাত্রী আহত হন। এ সময় চালক ফেরিটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে শিমুলিয়াঘাটে এসে ফেরিটি নোঙর করে। রো-রো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান সাংবাদিকদের বলেন, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। নদীতে তীব্র স্রোতের থাকায় ফেরিটি পিলারের গিয়ে ধাক্কা লাগে।
এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক( বানিজ্য) বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নং পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিটির তেমন কোন ক্ষতি হয়নি। যাত্রী আহত হওয়ার বিষয়ে সে জানায়, ফেরিটি শিমুলিয়া ঘাটে ভিড়ার পর তেমন আহত কাউকে দেখলামনা। সবাইতো যার যার মতো চলে গেলো। একজন পায়ে ব্যাথা পেয়ে খুড়িয়ে হাটছে দেখলাম। সে আরো জানায়, এখোন এই রুটে ১২ টি ফেরি চলছে।
পদ্মা সেতুর পিলারের সাথে ফেরি সংঘর্ষ, ফেরির মাস্টার বরখাস্ত: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত