তালেবান মিলিশিয়াদের টার্গেট করে মার্কিন বিমান হামলা
তালেবান মিলিশিয়াদের টার্গেট করে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবান দমনে আফগান সেনাদের অভিযানে সাহায্য করতে গত এক সপ্তাহজুড়ে এসব হামলা পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই হামলার কথা জানানো হয়েছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি।
খবরে বলা হয়েছে, এরইমধ্যে আফগানিস্তান ছেড়েছে বেশিরভাগ মার্কিন সেনা। আগামি ৩১ আগস্টের মধ্যেই বাকি সবাই ফিরে যাবে এমন কথা রয়েছে। তবে তার আগেই বুধ ও বৃহস্পতিবার অন্তত ৪ দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিটি হামলারই টার্গেট ছিল তালেবান মিলিশিয়ারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত