শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই

| আপডেট :  ২৬ জুলাই ২০২১, ০৫:৫৯  | প্রকাশিত :  ২৬ জুলাই ২০২১, ০৫:৫৯

‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে কোনো সংগঠনের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সোমবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে প্রিন্স বলেন, আমরা লক্ষ্য করছি, শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাচ্ছে, সংগঠনটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নাই।

প্রিন্স আরও বলেন, সংগঠনটি বিএনপির অধিভুক্ত কোনো সংগঠন নয়। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত