নতুন উত্তেজনা: ইসরাইলের অভ্যন্তরে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর

| আপডেট :  ০৬ আগস্ট ২০২১, ১১:৪০  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২১, ১১:৪০

ইসরাইলের অভ্যন্তরে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি বিমান হামলার জবাব দিতেই এই হামলা চালিয়েছে তারা। তবে এতে ইসরাইলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবগুলো রকেট ফাকা স্থানেই আছড়ে পরে। এর আগে বৃহস্পতিবার লেবাননের অভ্যন্তরে বিমান থেকে একাধিক টার্গেটে হামলা চালায় ইসরাইল। যদিও হিজবুল্লাহর দাবি, ইসরাইলি হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহর একাধিক রকেট নিক্ষেপণ কেন্দ্রে আঘাত হেনেছে তারা। এরপর হিজবুল্লাহ অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে ইসরাইলের অভ্যন্তরে।

এগুলো দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করে দিয়েছে। ইসরাইল আরও জানিয়েছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না। তবে তারা এর জন্য প্রস্তুত রয়েছে।

শুক্রবার ইসরাইল সেনাবাহিনীর রেডিও থেকে জানানো হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল যা হিজবুল্লাহর অধীনে রয়েছে, সেখানে শেল ও কামান নিক্ষেপ করেছে ইসরাইল। এরপরই সতর্কতামূলক সাইরেন বেজে উঠে উত্তর ইসরাইল ও গোলান হাইটসের কিছু এলাকায়। এ নিয়ে তিন দিনে গড়িয়েছে ইসরাইল- হিজবুল্লাহ সীমান্ত সংঘর্ষ। ২০০৬ সালের পর থেকে এ সীমান্ত বেশ শান্তই রয়েছে। তবে সাম্প্রতিক এ উত্তেজনা আরও বাড়লে তা বড় ধরণের উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বিশ্ব নেতাদের। এর আগে ২০০৬ সালে পূর্ন মাত্রার যুদ্ধ হয়েছিল ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে।

লেবানন থেকে আল-জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানান, সীমান্তে যে হামলা-পাল্টা হামলা হয়েছে তাতে পরিস্থিতি আসলেই অনিশ্চিত অবস্থায় রয়েছে। তবে উভয় পক্ষই মানুষের অবস্থান এড়িয়ে হামলা চালিয়েছে। উভয় পক্ষই বেশ সতর্কভাবে এসব হামলা করেছে। কারণ, কোনো ভুল পদক্ষেপ আবারও একটি যুদ্ধ ডেকে আনবে। হিজবুল্লাহ আগে থেকেই ইসরাইলের শত্রু। কিন্তু লেবাননের অনেক মানুষ বিশ্বাস করে হিজবুল্লাহ যা করছে তা মূলত মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনীতির বিষয়। কারণ হিজবুল্লাহ ইরানের হয়ে কাজ করে। হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত কর্মকর্তারা আল-জাজিরাকে জানিয়েছেন, এই হামলা ছিল মূলত একটি বার্তা। যুদ্ধ হবে নাকি শান্তি থাকবে সেটা ইসরাইলকেই বেছে নিতে হবে। হিজবুল্লাহ ছাড়াও লেবাননের কর্মকর্তারাও সাম্প্রতিক সময়ে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত