টোকিওতে ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত

| আপডেট :  ০৭ আগস্ট ২০২১, ০৭:১৩  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২১, ০৭:১৩

টোকিওতে একটি যাত্রীবাহী ট্রেনে এক ব্যক্তির ছুরিকাঘাতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দেশটির দমকল বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পলাতক ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর সিএনএনের।

টোকিও দমকল বিভাগ জানিয়েছে, তারা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তারা সেখানে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় সবাইকে পড়ে থাকতে দেখে তারা। তবে তারা সবাই সচেতন ছিলেন। আহতদের ১০ জন যাত্রীর মধ্যে নয়জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকি একজন হাঁটতে পারছেন। তিনি নিজেই চলে গিয়েছিলেন।

এনএইচকে পাবলিক টেলিভিশন জানিয়েছে, একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তি তার ছুরি রেখে পালিয়ে যায় এবং পরে তাকে টোকিওতে গ্রেফতার করা হয়।

এদিকে জাপানের রাজধানীতে বর্তমানে অলিম্পিক গেমস চলছে যা রোববার শেষ হবে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের বগি থেকে বেরিয়ে যান। আরেকজন প্রত্যক্ষদর্শী এনএইচকে বলেন যে, তিনি রক্তাক্ত যাত্রীদের ট্রেন থেকে বেরিয়ে আসতে দেখেছেন।

এনএইচকে বলেছে সন্দেহভাজন আততায়ী একটি দোকানে ঢুকে বলে যে সে পালিয়ে দৌড়োতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। লোকটির শার্টে রক্তের দাগ দেখে দোকানের ম্যানেজার পুলিশকে ফোন করে। পরে তাকে আটক করে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর।

রেলওয়ে অপারেটর ওডাকিউ ইলেকট্রিক রেলওয়ে কোম্পানির মতে, সিজোগাকুয়েন স্টেশনের কাছে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।

তবে এই ঘটনা সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায় দেশটির পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত