গাঁজর-শিমের কেজি ১৫০ টাকা, অন্য সবজির দামও চড়া!
গত কয়েক সপ্তাহ জুড়ে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌর শহরের বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এখনও বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে বেড়েছে গাঁজর ও শিমের দাম। এখানে গাঁজর ও শিম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
গতকাল রবিবার (৭ অক্টোবর) বেতাগী পৌর শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম এখনও কমেনি। বরং কিছু কিছু সবজির দাম আরো বেড়েছে। এ নিয়ে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, শীতের নতুন সবজি বাজারে আসার আগ পর্যন্ত দাম এমন বাড়তিই থাকবে সব ধরনের সবজির।
বাজার ঘুরে দেখা গেছে, গাঁজর প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, কোনো কোনো বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়ও। বেগুন প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৭০ টাকায়, শিম প্রতিকেজি ১৫০ থেকে ১৬০ টাকায়, শসা ৫০ টাকা, পটল ৫০, কাঁচা মরিচ ১২০, টমেটো ১৪০, মূলা ৫০, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাঁচকলা প্রতিহালি ৪০ টাকায়, বরবটি প্রতিকেজি ১২০ টাকা, লাউ প্রতিপিস ৭০ থেকে ৯০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার বিএলবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপিকা মণ্ডল অর্পিতা বলেন, ‘বাজারে সবজি আমদামি কম, তাই সবকিছুতে দাম বেড়েছে। গাঁজর এবং শীতকালীন নতুন শিম কিনলাম ১৫০ টাকা কেজিতে। বাজার ঘুরে দেখলাম, এমন কোনো সবজি নেই বাজারে যার দাম ৫০ টাকার নিচে। মানুষের আলু আর পেঁপে ছাড়া অন্য সবজি কেনার ক্ষমতা চলে যাচ্ছে। ‘
পৌর শহরের কাঁচা বাজারের সবজি বিক্রেতা ভবরঞ্জন ঢালী বলেন, ‘শীতের নতুন সবজি ওঠার আগ পর্যন্ত সবজির দাম বেশিই থাকবে। ক্ষেতের শেষ ফসল এগুলো, তাই চাহিদার তুলনায় মালের ঘাটতি আছে। আমাদের এসব সবজি কেনার সময় সব ধরনের সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে। আগে কখনও আমরা এত বেশি দামে সবজি কিনিনি। কেনার পর নানা ধরনের খরচ রয়েছে বাজারে। সব মিলিয়ে আমরা এসে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি তখন এ দামটা আরো বেড়ে যাচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ‘কাঁচা বাজারসহ সব ধরনের নিত্য পণ্যের দাম মনিটরিং অব্যাহত রয়েছে। কোথায় কোনো অনিয়ম পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত