রমজানের আগের দিন নিত্য পণ্য কেনার হিরিক, আজকের বাজার দর
দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। সংযমের মাসটি এলেই যেন বাজারে নিত্যপণ্যের দামের ঘোড়া আরও পাগলাটে হয়ে ওঠে। অন্য সময়ে রোজার আগে বাজারদরে বড় ধরনের হেরফের টের পাওয়া গেলেও, এবার আগেভাগে দাম বাড়ার কারণে এই আঁচ খানিকটা কম। তবে কয়েকটি পণ্যের দাম রমজান শুরুর ২-১ দিন আগে আরেক দফা বেড়েছে। বেগুনসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজসহ কয়কটি পণ্যের দামে কিছুটা স্বস্তির খবরও আছে। এ ছাড়া মাছ-মাংসের দাম রয়েছে আগের সপ্তাহের মতোই।
শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে বেগুন বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ। বেগুনের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা থেকে বেড়ে এ সপ্তাহে হয়েছে ৬০-৭০ টাকা।
অন্যান্য সবজির মধ্যে সজনে ডাটা ও টমেটোর দাম কিছুটা কমেছে এই সপ্তাহে। সজনে ডাটা প্রতি কেজি ১০০-১৫০ টাকা ও টমেটো প্রতি কেজি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া অপরিবর্তিত দামে ৫০-৬০ টাকায় পটল, ৬০-৭০ টাকায় বরবটি, ঢেঁড়স ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি পিস ফুলকপি ৫০-৬০ টাকা, প্রতি পিস চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তাছাড়া কেজিপ্রতি শিম ৪০-৬০ টাকা, প্রতি কেজি করলা ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০-৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, মুলা ও শালগম ও পেঁপে ৪০ টাকা কেজি এবং কচুর লতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম পাঁচ টাকা কমেছে। প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ২২-২৫ টাকা এবং খুচরা দাম ৩০-৩৫ টাকা।
এছাড়া কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। এ সপ্তাহে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০-১২০ টাকা।
এদিকে মাংসের বাজারে দেখা গেছে, ১৭০-১৭৫ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৩১০-৩৪০ টাকা কেজিতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে। এ ছাড়া ৬৫০ -৭০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে।
আর মাছের বাজারে দেখা গেছে, রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকা কেজি দরে। ২৫০-৩৫০ টাকা কেজিতে শিং ও টাকি। এ ছাড়া তেলাপিয়া ও পাঙাশ মাছের কেজি ১৫০-১৭০ টাকা। প্রতি কেজির ইলিশ মাছ ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত