দুই জয়ে বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২২, ১২:০৮  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২২, ১২:০৮

পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা। সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ফলে ৫ ম্যাচে দুই জয় ও তিন পরাজয় নিয়ে বিশ্বকাপ শেষ করলো টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সবচেয়ে সেরা পারফরম্যান্স।

নিজেদের সেরা বিশ্বকাপ শেষ করার পর বিশ্বকাপ থেকে কত টাকা পাবে বাংলাদেশ চলুন জেনে নেয়া যাক:

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সুপার টুয়েলভে অংশ নেয়া প্রতিটি দল পাবে ৭০ লাখ টাকা। আর সুপার টুয়েলভে প্রতি জয়ের বিপরীতে দলগুলো পাবে ৪০ লাখ টাকা। সুপার টুয়েলভে বাংলাদেশ দল জিতেছে ২ ম্যাচ। সে হিসেবে ম্যাচ জয়ের পুরস্কার স্বরূপ বাংলাদেশ পাবে ৮০ লাখ টাকা। আর সুপার টুয়েলভে অংশ নেয়ায় বাংলাদেশ দল পাবে আরও ৭০ লাখ টাকা।

সে হিসেবে চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের আয় দাঁড়াচ্ছে প্রায় দেড় কোটি টাকা। এছাড়া, বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা আর রানার্সআপ দল পাবে ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকার পুরস্কার দেয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত