ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে যা করছেন এই মডেল!

| আপডেট :  ০২ ডিসেম্বর ২০২২, ১২:৪৩  | প্রকাশিত :  ০২ ডিসেম্বর ২০২২, ১২:৪৩

মডেল দানি তোমাজোনি এবার নতুন ঘোষণা দিয়েছেন। ব্রাজিলের ফুটবল সমর্থকদের তিনি দিয়েছেন নতুন প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতিও ছিল অদ্ভুত। এবার তিনি বললেন, ব্রাজিল গোল করলেই তিনি ব্রাজিল ফ্যানদের একটি করে ‘আন সেন্সর’ ছবি পাঠাবেন।

তিনি বলেন, ‘ফ্যানদের সংস্পর্শে থাকতে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে।’ ‘সেখানেই তাদের সাথে আমার মিথস্ক্রিয়া হয় এবং তারা আমার কন্টেন্ট সম্পর্কে জানতে পারে।’

বিশ্বকাপ সম্পর্কে তিনি আরও জানান, ‘যখন দেখলাম আমার সব অনুসারীরা বিশ্বকাপ দেখছে। আমি ভাবলাম সব সমর্থকদের উৎসাহিত করতে কিছু একটা করা উচিত।’
তার মতে, ‘আমার আইডিয়া নিয়ে মানুষ খুব সুখী এবং পরবর্তী খেলাগুলোতে আমার প্রতিশ্রুতি আরও বাড়বে। আমি তাদের সাথে আছি। এমনকি তাদের আমি ভিডিও পাঠাতে পারি। আমি সব করতে পারি (ব্রাজিলের জন্য) তাদের ষষ্ঠ (বিশ্বকাপ) জেতাতে।’

সূত্র: মার্কা

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত