সাকিব-কাণ্ড: স্টাম্পে লাথি, আম্পায়ারের সঙ্গে তর্ক, স্টাম্প তুলে আছাড়

| আপডেট :  ১১ জুন ২০২১, ০৫:৩৩  | প্রকাশিত :  ১১ জুন ২০২১, ০৫:৩৩

বিতর্ক আর সাকিব যেন হাত ধরাধরি করে হাঁটে। এক সপ্তাহও পার হয়নি তার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনার। এজন্য কড়া সতর্কবার্তাও পেয়েছেন তিনি ও তার ক্লাব মোহামেডান। এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে সব সীমা পেরিয়ে গেলেন। প্রথমে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি, এরপর আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো এবং সবশেষ অদ্ভুত আচরণে তিন স্টাম্প উপড়ে আছাড় মারা!

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের লিগ ম্যাচে এইসব বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব। এখানেই শেষ নয়! বৃষ্টির কারণে খেলা বন্ধ ঘোষণা করার পর আশালীন ভঙ্গিতে আবাহনীর ড্রেসিংরুমের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। তারই কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো-

১। ম্যাচের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিপক্ষে আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার ইমরান পারভেজ রিপন তাতে সাড়া দেননি।

২। আম্পায়ারের আউট না দেওয়ার রি-অ্যাকশনে সাকিব লাথি মেরে স্টাম্প ভেঙে দেন।

৩। স্টাম্প ভেঙেও শান্তি পাননি সাকিব, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান।

৪। ম্যাচের ষষ্ঠ ওভারের শেষ বলে আবারও মেজাজ হারান সাকিব। এবার দুই হাতে তিন স্টাম্প তুলে আছাড় মারেন।

৫। সতীর্থরা চেষ্টা করেও সাকিবকে থামাতে পারছিলেন না। সাকিব আবাহনীর গ্যালারির দিকে যেতে চাইলে তাকে থামানোর চেষ্টা করেন মোহামেডান সতীর্থরা।

৬। সাকিবকে আসতে দেখে আবাহনীর ড্রেসিংরুম থেকে বের হন কোচ খালেদ মাহমুদ সুজন। তাকে আটকে রাখার চেষ্টা করেন মোহামেডানের শামসুর রহমান শুভ।

৭। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার আগে দৌড়ে এসে স্টাম্প তুলে আছাড় মারার পর আম্পায়ারের সঙ্গে ফের তর্কে লিপ্ত হন সাকিব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত