সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ১৭ জুলাই

| আপডেট :  ১০ জুলাই ২০২৩, ০৬:০৩  | প্রকাশিত :  ১০ জুলাই ২০২৩, ০৬:০৩

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন আগামী ১৭ই জুলাই অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে জাকঝমক পূর্ন আয়োজনে- ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি।

আল কোরআন থেকে তেওলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয়ে সম্মেলনে জাতীয় পতাকা উওোলন, জাতীয় সংগীত, পায়রা উরানো,বেলুন উড়ানো,দলীয় সংগীতের ভিতরে সম্মেলনের প্রথম ধাপের কার্যক্রম আরম্ভ হওয়ার কথা ও রয়েছে।

সোনারগাঁও উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে প্রতিটি ইউনিয়ন সম্মেলন সফল ভাবে সম্পূর্ণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পাওয়া নেতারা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালি ও সুসংগঠিত করতে সম্মেলনের জুড়ি নেই। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দলটি।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁও উপজেলার ১০ টি ইউনিয়ন ১ টি পৌরসভার সম্মেলন শেষ হয়েছে প্রায় ৬ মাস আগে। কিন্তু এখন চুড়ান্ত কমিটির অপেক্ষায় দিন গুনছে নেতাকর্মীরা। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আওয়ামী লীগের কর্মী সম্মেলন শেষ হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের উপস্থিতিতে আগামী ১৭ জুলাই রোজ সোমবার সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচচু, প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নারায়নগঞ্জ-৩ আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, অ্যাড: ইকবাল হোসেন,এান ও ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মো: জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সদস্য কেন্দ্রীয় কমিটি মো: সাইদুর রহমান, সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কমিটি।

সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব,হাজী শাহ মোঃ সোহাগ রনি সকলকে উপস্থিত থেকে সম্মেলন সফল করার আহবান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত