পদ বাণিজ্যের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারীর বিরুদ্ধে লিখিত নালিশ

| আপডেট :  ১২ জুলাই ২০২৩, ০১:২৩  | প্রকাশিত :  ১২ জুলাই ২০২৩, ০১:২২

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নয়া কমিটির নেতারা তৃনমূল নেতাকর্মীদের অসন্তোষ ও ক্ষোভের কথা তুলে ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারীর বিরুদ্ধে লিখিত নালিশ করেছেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার

গত সোমবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে
এ নালিশ জানিয়েছেন ।

লিখিত অভিযোগে তৃনমুল নেতা কর্মীদের বরাত দিয়ে বিপুল পরিমান অর্থলেনদেনের মাধ্যমে পদ বানিজ্যের করে দীর্ঘদিনের পরিক্ষীত নেতাকর্মীদের নাম বাদ দিয়ে সুবিধাভোগী বিভিন্ন দল ত্যাগী নেতাদের নাম অর্ন্তভুক্তি করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে ফেসবুকে ছড়িয়ে দেয় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারী।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাসনাতের ছেলে সানজিদ হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হাই ভূঁইয়ার ছেলে আহসান হাবীব টিপু, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল হালিমসহ ১৮ জনকে বাদ দিয়ে কমিটি ঘোষনা করা হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার বলেন, যাচাই বাছাই করে ত্যাগী নেতাদের নিয়ে একটি প্রস্তাবিত কমিটি জেলা আওয়ামীলীগের নেতাদের কাছে প্রেরণ করেছি। সেই কমিটি অনুমোদন দেওয়া কথা। জেলা আওয়ামীলীগ আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই তাদের প্যাডে একটি কমিটি অনুমোদন দিয়েছেন। তাদের কমিটি অনুমোদনে অনিয়ম হয়েছে। এ অনিয়মের বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে অভিযোগ দিয়েছি।

আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ নেওয়া, ত্যাগী ও পরিক্ষিত নেতাদের এ কমিটিতে অর্ন্তভূক্ত করে প্রস্তাবিত কমিটি অনুমোদন দেওয়ার দাবি করেন উপজেলা আওয়ামীলীগের এই তিন নেতা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেন, অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পরীক্ষিত কিছু নেতাকে অর্ন্তভূক্ত করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত