প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় দেশে কোনো জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান নেই: ড. আবদুস সোবহান গোলাপ এমপি
রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর, কালকিনি থেকে: বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় দেশে কোন জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান নেই।
সোমবার (২৪ জুলাই) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে আইডিয়াল টেকনিক্যাল স্কুল ও রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তানভীর ইসলাম, নির্বাহী প্রকৌশলী মাদারীপুর কালকিনি ,পৌর মেয়র এস এম হানিফ সরদার কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক মিধৃা কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত