মৃত্যুর ৫ বছর পরেও ‘অক্ষত লাশ’ দেখতে মানুষের ভিড়
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর মির্জাগঞ্জে ভাঙ্গা কবরের ভিতর লাশ ও কাফনের কাপড় অক্ষত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী এখবর শুনে হাজারো মানুষ ভিড় জমায়। মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের খাঁনজু মার্কেট সংলগ্ন আকন বাড়ির এ ঘটনা।
রবিবার (১৩ জুন) সকালে সরেজমিনে গিয়ে কথা হয় মৃত্যু আঃ আজিজ আকনের বড় জামাতা মোঃ হাবিবুর রহমান এর সাথে তিনি বলেন, আমার শ্বশুর প্রায় ৫ বছর ২ মাস আগে মারা গিয়েছেন। শ্বশুর আঃ আজিজ আকন ছ্বারছিনার ভক্ত ছিলেন এবং একজন মুুুসলমান হিসেবে যতটুকু ইবাদাত করা উচিৎ ততটুকুই করতেন।
এ ছারা ও স্থানীয়রা জানান, মৃত আঃ আজিজ আকন তিনি আরবি ১৪৩৭ হিজরী শাবান মাসের ১ম দিন রোজ সোমবার ও ইংরেজি ২০১৬ সালের ৯ মে তার ৬৩ বছরে পরলোক গমন করেন। তার মৃত্যু তারিখ থেকে হিসাব করে বলা যায় ৫ বছর ১ মাস ৪ দিন হয়েছে আজ দিন পর্যন্ত এখনো মৃত্যু ব্যক্তির লাশ ও কাফনের কাপড় অক্ষত অবস্থায় দেখা মিলছে।
স্থানীয়রা আরো জানান, চত্রা ওলামা মঞ্জিল দ্বীনিয়া কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মোতাহার হোসাইন সুফি সাহেব এর নির্দেশ ক্রমে লাশটি যে অবস্থায় আছে, ঐ অবস্থায় কবরের ভিতরের কোন প্রকার হাত না দিয়ে উপরের মাটি সরিয়ে নতুন করে বাঁশের চালি দিয়ে মাটি দিয়ে রাখতে হবে।
স্থানীয়দের মাধ্যমে কবর ভেঙ্গে লাশ অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শোনার পর অক্ষত লাশটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত