সোনারগাঁওয়ে এগিয়ে রয়েছেন সাবেক এমপি কায়সার হাসনাত

| আপডেট :  ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬  | প্রকাশিত :  ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে অবাধ সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন পাল্টে দিতে পারে ভোটের হিসাব নিকাশে।

অসংখ্য মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে বাছাই করে সঠিক প্রার্থীকে মনোনয়ন দিলে জয় এনে দিতে পারে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে সরকারের উন্নয়ন প্রচারে ও ব্যস্ত সময় পার করছেন একাধিক প্রার্থীরা।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শত ফুল থেকে ক্লীন ইমেজের একজনকে প্রতিটি সংসদীয় আসনে বেছে নেওয়া হবে বলে সম্প্রতি গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা থাকলেও তৃণমূল জরিপ ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন পরিছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত।নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু যে তিনটি পরিবারকে নিজের করে ভাবতেন কায়সার হাসনাত সেই পরিবারের সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মনোনয়ন পান আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সার। তিনি বিএনপি প্রার্থী সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও তিনবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিমকে ৯৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। কিন্তু দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান লিয়াকত হোসেন খোকা। বিএনপি নেতৃত্বাধীন জোট এ নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগ এ আসনে প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্য নির্বাচিত হন।
দল ক্ষমতায় থাকলেও এ আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে একাধিক নেতাকর্মীরা অভিযোগ করেন।এমনকি অনেক রাজনৈতিক মামলায় বিএনপি-জামায়াতের নেতাদের সঙ্গে সরকারদলীয় অনেক নেতাকর্মীর নাম জড়িয়ে হয়রানির কথা জানা যায়।

নৌকার মনোনয়নপ্রত্যাশী প্রত্যেকেই তাদের কর্মিসমর্থক নিয়ে পৃথক পৃথক জনসংযোগ, উঠোন বৈঠক, মোটরসাইকেল শোডাউন, বিনামূল্যে চিকিৎসা সহায়তা, দরিদ্রদের আর্থিক সহায়তা, মিছিল, সমাবেশে বর্তমান সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত প্রত্যেক এলাকায় শত শত নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন।দলীয় সকল কর্মসূচী পালনে সর্বদা প্রস্তুত থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে সব সময় চমক দেখিয়ে থাকেন এই নেতা।
বিভিন্ন এলাকার লোকজন তাকে নানা সমস্যার কথা জানিয়েছে বলে তিনি জানান। এ অবস্থায় এলাকার উন্নয়নের জন্যই আবারও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে এমপি হতে চান সোনারগাঁয়ের তৃনমূলের জনপ্রিয় নেতা কায়সার হাসনাত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত