কাঁঠালতলী এম.কে. স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

| আপডেট :  ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৬  | প্রকাশিত :  ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৭

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের চৌরাস্তায় এম.কে কম্পিউটারাইজ্ড আইডিয়াল স্কুল-মাদরাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে এম.কে. কম্পিউটারাইজ্ড আইডিয়াল স্কুল-মাদরাসার অফিস রুমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয় চরদুয়ানী বাজারের দোয়েল ডায়াগনিস্টিক সেন্টার এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। ওইদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে অর্ধশতাধিক রোগী দেখা হয়।

এই ফ্রি ক্যাম্পেইনে মেডিসিন, গাইনি, প্রসুতি মা ও শিশু, বাত ব্যাথা, কোমর ব্যাথা, হাঁটু ব্যাথা, ডায়াবেটিস, প্রেসার, শ্বাসকষ্ট, চর্ম ও যৌন, নাক, কান ও গলা সমস্যার রোগীদের চিকিৎসা দেয়া হয়। রোগী দেখেছেন ডা. বেল্লাল হোসেন জুয়েল, এমবিবিএস (রাজশাহী) পিজিটি (মেডিসিন) এম সি জি পি (ঢাকা) সি এম ইউ আল্ট্রা (ঢাকা), মেডিসিন, শিশু, প্রসুতি মা ও গাইনি, ডায়াবেটিস, ব্যাথা ও চর্ম রোগের উপর উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য এম.কে. কম্পিউটারাইজ্ড আইডিয়াল স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের দাওয়াত দেয়া, বাড়ি থেকে রোগীদের নিয়ে আসা, তাদের বাড়ি পৌঁছে দেয়াসহ সার্বিক সহযোগিতা করেছেন। শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে সর্বাত্মক সহযোগিতা করেছেন, রাইসুল শ্রেণি কেজি-২, মুক্তা আক্তার, তাবাচ্ছুম জান্নাতি কেজি- ফোর, রাবেয়া আক্তার- সিক্স প্রমুখ।

এছাড়াও স্কুলের প্রতিষ্ঠাতা পারিচালক নিয়াজ মোর্শেদসহ সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন।

চিকিৎসা নিতে আসা রোগী তানিয়া বেগম (৩০) বলেন, আমাদের উপজেলায় যত ধরণের সামাজিক উন্নয়নমূলক কাজ হয়, সকল কাজেই আমাদের এই এম. কে. কম্পিউটারাইজ্ড আইডিয়াল স্কুল-মাদরাসার পরিচালক কাঁঠালতলী ইউনিয়নবাসীর পাশে দাঁড়ান। সে তার স্কুল-মাদরাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর জন্য ডাক্তার নিয়ে এসেছেন। এ জন্য আমরা প্রায় ৫০-৬০ জন রোগী ফ্রিতে ডাক্তার দেখাতে পেরেছি।

এসব বিষয়ে এম.কে. কম্পিউটারাইজ্ড আইডিয়াল স্কুল-মাদরাসার প্রধান শিক্ষক ইসরাত জাহান বলেন, আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার পাশাপাশি এলাকার সকল সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছে। আগামী দিনগুলোতেও আমাদের প্রতিষ্ঠান দেশের সকল ভালো কাজের সহযোগিতা করবে ইংশাল্লাহ্।

এ বিষয়ে প্রতিষ্ঠাতা পরিচালক নিয়াজ মোর্শেদ বলেন, আমি ছোটবেলা থেকেই সর্বদা সামাজিক উন্নয়নমূলক কাজ করতে ভালোবাসি। এ চিন্তা থেকেই আমি এই স্কুল-মাদরাসা প্রতিষ্ঠা করেছি। আমি আমার বয়সের সবটুকু সময় এলাকার মানুষের কল্যানে ব্যয় করেছি। আগামী দিনগুলোতেও আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাবো। এসবের অংশ হিসেবেই আজকে আমি আমার এলাকার মানুষের জন্য আমার স্কুলে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত