বিপিএলের ড্রাফটে ১৮৮ দেশি ক্রিকেটার, কে কোন ক্যাটাগরিতে
বিপিএলে কমছে ক্রিকেটারদের পারিশ্রমিক। ৬ ক্যাটাগরিতে ১৮৮ দেশি ক্রিকেটারের তালিকা করেছে বোর্ড। সাকিব, তামিমদের সঙ্গে প্রথমবার ‘এ’ ক্যাটাগরিতে লেগি রিশাদ হোসেন। ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চূড়ান্ত হয়নি বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি, অথচ প্লেয়ার্স ড্রাফটের সময় ঘনিয়ে। ১৪ অক্টোবর রাজধানীর পাঁচ তারকা হোটেলে হবে ১১তম আসরের ড্রাফট। ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ১৮৮ জন দেশি ক্রিকেটারকে।
এ ক্যাটাগরিতে সংখ্যাটা ১২ জনের। যেখানে প্রথবার ঠাঁই পেয়েছেন তরুণ তুর্কী রিশাদ হোসেন। সাকিব, তামিম, লিটন, মুশফিক, মুস্তাফিজ, তাসকিনদের সঙ্গে এ লেগ স্পিনার। আছেন তাওহীদ হৃদয়, শরিফুল, মেহেদি মিরাজরা।
দাম কমছে মাশরাফি বিন মুর্তজার। ১২ জনের ‘বি’ ক্যাটাগরিতে বিপিএলের অন্যতম সফল অধিনায়কের নাম। নড়াইল এক্সপ্রেসের সঙ্গে তানজিম সাকিব, তানজীদ তামিম, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারীরা।
‘সি’ ক্যাটাগরিতে আছেন ২২ ক্রিকেটার। যেখানে শেষ আসরের বল হাতে ঝলক দেখানো অলরাউন্ডার সাইফউদ্দিন। তালিকায় ইমরুল কায়েস, মুমিনুল, নাহিদ রানা, নাসুমের মত ক্রিকেটার।
ক্যাটাগরি ডিতে ২৮ জন। বাকি ১১৪ দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে ই ও এফ ক্যাটাগরিতে।
শেষ আসরের তুলনায় পরিশ্রমিক কমেছে ক্রিকেটারদের। ২০ লাখ টাকা কমিয়ে এ ক্যাটাগরির ভিত্তি মূল্য ধরা হয়েছে ৬০ লাখ টাকা। বি, সি ক্যাটাগরির ক্ষেত্রেও তাই।
প্লেয়ার্স ড্রাফট থেকে ন্যুনতম তিনজন বিদেশি তারকাকে নিতে হবে দলগুলোকে। যেখানে এ ক্যাটাগরির ভিত্তি মূল্য ৭০ হাজার মার্কিন ডলার। তিন ক্রিকেটারের জন্য আড়াই লাখ ডলারের বেশি ব্যায়ের সুযোগ নেই ফ্র্যঞ্চাইজি গুলোর।
রিটেইন ও ডিরেক্ট সাইনিংয়ের সুযোগও থাকছে। যার মাধ্যমে ড্রাফটের আগে সর্বোচ্চ তিনজন দেশি তারকাকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে ধারাবাহিকতায় মেহেদি মিরাজ খেলবেন খুলনা টাইগার্সের হয়ে, সোহানের গন্তব্য রংপুর রাইডার্স। আর শরিফুল ও সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত