দুমকিতে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুরুতর আহত

| আপডেট :  ২৯ জুন ২০২১, ০৮:২১  | প্রকাশিত :  ২৯ জুন ২০২১, ০৮:২১

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাগরিকা রাহা গুরতর আহত। সোমবার (২৮ জুন) বিকাল ৩টা ৫০মি: ঘটিকায় দুমকি থেকে নিজ বাসা পটুয়াখালী যাওয়ার পথে গাবুয়া নামক স্থানে মোটরসাইকেলে এক্সিডেন্ট করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক সিটি স্কান করার পরে অবস্থা আংশঙ্কা জনক দেখে দ্রুত ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি ধানমন্ডি ইবণে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ইবণে সিনা হাসপাতালে আইসিইউ ইউনিটে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত আংশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেবীর চর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সহকারী শিক্ষক কে.এম জামাল আহমেদ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত