বড় ভাইকে হত্যা চেষ্টায় ছোট ভাই গ্রেফতার

| আপডেট :  ০৪ জুলাই ২০২১, ১২:৪৩  | প্রকাশিত :  ০৪ জুলাই ২০২১, ১২:৪৩

ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে জমির সীমানা দেয়াকে কেন্দ্র করে বড় ভাই আব্দুস সত্তার হাওলাদার কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ছোট ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকাল আটটায় পটুয়াখালী সদর টাউন কালিকাপুর স্বাধীনতা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পর অভিযুক্ত ছোট ভাই সুলতান হাওলাদারকে পটুয়াখালী থানার এসআই শওকত গ্রেফতার করে হাজতে প্রেরণ করেন।

অন্যদিকে আব্দুস সত্তার হাওলাদার কে স্থানীয় পরিবারের স্বজনরা উদ্ধার করে তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আবদুস সাত্তারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আব্দুস সত্তার ওই এলাকার মোঃ সরাপ আলী হাওলাদারের ছেলে।

আহতের ছেলে রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সত্তার হাওলাদারের সাথে জমি নিয়ে তার ছোটভাই সুলতান হাওলাদারের বিরোধ চলে আসছে। সুলতান ও তার পরিবারের সহযোগীরা বড় ভাই আবদুস সাত্তারের জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

ঘটনার দিন আব্দুস সাত্তার তার জমিতে সীমানা দেওয়া হলে এসময় সুলতান ও তার পরিবারের সহযোগীরা বাধা দেয়। সুলতানের অনৈতিক কর্মকাণ্ডে আব্দুস সাত্তার প্রতিবাদ করলে সুলতান ও তার স্ত্রী হালিমা বেগম সহ পরিবারের সহযোগীরা ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে আব্দুস সাত্তারকে হত্যার চেষ্টায় হামলা চালায়।

স্থানীয়রা আহত সাত্তারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ রয়েছে সুলতান একজন ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসী, এলাকায় সাধারণ মানুষ সুলতানের ভয়ে আতঙ্কে রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত