ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

| আপডেট :  ১০ জুলাই ২০২১, ১১:৪০  | প্রকাশিত :  ১০ জুলাই ২০২১, ১১:৪০

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার নৌবাহিনী তাদের উদ্ধার করে। দেশটির নৌবাহিনী বলছে, ৪৯ জন বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়েন। যাত্রার তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন।

উদ্ধার হওয়া এসব অভিবাসীদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে।এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করেছিলেন। পরে সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনীর একদল সদস্য তাদের উদ্ধার করে জারজিসে নিয়ে যান।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ শুক্রবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত