দেওয়ানগঞ্জে আশ্রয়ণের ঘর পরিদর্শনে পিএমও টিম

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ০১:৪২  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ০১:৪২

শাওন আহমেদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে নির্মিত পাকা ঘরগুলো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম।

গতকাল ১০ জুলাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে নব-নির্মিত ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প প্রকৌশলী আবুল কালাম আজাদ। প্রতিটি ঘরের দেয়াল, মেঝে ও চারপাশে খুরে দেখেন এবং নির্মিত ঘরের সব কিছু খুটিনাটি চেক করে ঘরের নিচের মাটি খুড়ে দেখেন। এ বিষয়ে তারা ইউএনওসহ ঘর নির্মাণ কাজের সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সেই সাথে ঘরের বর্তমান মালিক (সুবিধাভোগী) কাছে নানা বিষয় জিজ্ঞাসা করেন। তাদের জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আপনাদের অনুভূতি কেমন?

প্রথমে তারা চুকাইবাড়ী ইউনিয়নের নির্মিত কিছু ঘর পরিদর্শন শেষে ডাংধরা ইউনিয়নের বাঘারচরে অবস্থিত মুজিববর্ষের সদ্যসমাপ্ত ৭৪টি ঘর পরিদর্শন শেষে একই ইউনিয়নের নিমাই মারিতে নির্মিত ৪০টি ঘর পরিদর্শন করেন। পরিদর্শনে তারা এসব ঘরের নির্মাণ ও গুণগত মান অনুমোদিত ডিজাইন এবং প্রাক্কলন অনুযায়ী সব ঘর নির্মাণ হয়েছে কিনা তারা খুঁজে দেখেন।

রামপুরা গ্রামের মৃতৃ লালমিয়ার স্ত্রী কছিরন বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে আমরা ছেলে-মেয়ে নিয়ে সুখে আছি, ঘরের কোন কাজ বাকি নাই। আমরা সম্পুর্ণ প্রস্তুতকৃত ঘর পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাথা গুজার ঠায় করে দিয়েছেন এই জন্য আমরা তাকে অনেক দোয়া করি। তিনি যেন এইভাবে সারাজীবন মানুষের পাশে থাকতে পারেন। আল্লাহ থাকে হায়াত বৃদ্ধি করে দিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুজিবশর্তবর্ষ উদযাপন উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার প্রথম পর্যায়ে ১৭২ ও ২য় পর্যায়ে ১০০ মোট ২৭২টি ঘর নির্মাণ কাজ শেষ করে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর সঠিকভাবে নির্মান হয়েছে কিনা তা যাচায় করার জন্য সরজমিনে পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকৌশলী টিমের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাহেদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত