দুমকিতে দরিদ্র বিধবার মুগডাল তুলে দিলেন ছাত্রলীগ

| আপডেট :  ৩০ এপ্রিল ২০২১, ১০:২৪  | প্রকাশিত :  ৩০ এপ্রিল ২০২১, ১০:২৪

জুবায়ের ইসলাম সোহান, পটুয়াখালী,দুমকি থেকে: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মিনারা বেগম নামক এক বিধবা ৪৫ শতক জমিতে মুগডালের চাষ করেছিলেন। তবে করোনা প্রাদুর্ভাবে শ্রমিক সংকট থাকায় ডাল তুলতে পারছিলেন না।

ক্ষেতের মুগডাল নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ শিকদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা রোজা রেখে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত শ্রীরামপুর গ্রামের মৃত্যু রশিদ মৃধার স্ত্রী মিনারা বেগম এর ৪৫ শতক জমির মুগডাল তুলে বাড়িতে পৌঁছে দিয়েছেন। ডাল তোলা কর্মসূচিতে অংশ নেন উপজেলা ছাত্রলীগের প্রায় ৫০জন নেতাকর্মী।

মৃত্যু রশিদ মৃধ্যার স্ত্রী মিনারা বেগম বলেন, আমি গরিব মানুষ করণা পরিস্থিতিতে ডাল তোলার শ্রমিক পাচ্ছিলাম না ছাত্রলীগের নেতারা ডাল তুলে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিকদার বলেন, করোণা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে দুমকি উপজেলা ছাত্রলীগের একটি টিম এ কর্মসূচিতে অংশ নেন

দুমকির কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে তাই উপজেলার গরীব কৃষকদের ডাল তোমার কাজে সহযোগিতা করতে আমাদের এই উদ্যোগ নেয়া।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত