মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ৩ দেশের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

| আপডেট :  ০২ জানুয়ারি ২০২২, ০৭:৫২  | প্রকাশিত :  ০২ জানুয়ারি ২০২২, ০৭:৫২

মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের কারণে আফ্রিকার দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর ) বলেন, তিনটি দেশকে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি (এজিওএ) থেকে বাদ দেওয়া হয়েছে। দেশগুলো এজিওএ-এর সংবিধি লঙ্ঘন করার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। খবর আলজাজিরার।

ইউএসটিআর জানায়, ইথিওপিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া গিনি ও মালিতে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন।

তবে এ বিষয়ে আফ্রিকার ওই তিন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত