পাকিস্তানি ক্রিকেটারদের কতদিনের জন্য পাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬  | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এবারের আসরে পাকিস্তানি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কিছু নতুন পরিবর্তন এসেছে। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ সূচির কারণে তাদের তারকা ক্রিকেটারদের পুরো সময়ের জন্য বিপিএলে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান নিজেদের মাটিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করবে, যার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিপিএলের সময়সীমা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে।

বিপিএলের এবারের আসরের প্রধান আকর্ষণ পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি গণমাধ্যমের ভাষ্যমতে যাকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলার অনুমতি দেয়া হয়েছে। ফরচুন বরিশাল, যারা বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন, তাদের সবচেয়ে বড় ক্ষতি হতে পারে শাহিনের এক্সিটের কারণে, তবে ফাহিম আশরাফকে পুরো আসরের জন্য পাওয়া যাবে।

নিচে পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণের সময়সীমা দেয়া হলো-

ফাহিম আশরাফ: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত
মোহাম্মদ নাওয়াজ: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত
হায়দার আলী: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত
খান জাহানদাদ: ২৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত
শাহিন আফ্রিদি: ১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত
উসমান খান: ২৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত
মোহাম্মদ ইমরান জুনিয়র: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত
এছাড়া, ঢাকার শাহনাওয়াজ দাহানি এবং চিটাগাং কিংসের মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের এনওসি সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট শুরুর আগে কিংবা মাঝামাঝি সময়ে আরও কিছু তারকাকে দলে ভেড়াতে পারে, তবে তাদের এনওসি কতদিন পর্যন্ত থাকবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত