মার্কিন ঘাঁটিতে ইরানপন্থী বিদ্রোহীদের রকেট হামলা
বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী বিদ্রোহীরা। ওই ঘাটিতে রয়েছে আমেরিকার সৈন্যরা। তিন দিন ধরে এই ঘাটিতে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা।
গত রোববার ও সোমবার পর পর দুইদিন দুটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়। কিন্তু ড্রোন দুটি ভূপাতিত করতে সমর্থ হয় নিরাপত্তা বাহিনীর সদ্যরা। তবে বুধবার ওই ঘাটিতে একটি রকেট আঘাত হানে। যেটি আর আটকাতে পারেনি তারা। এ ঘটনায় অবশ্য কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাশেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠেছে ইরান সমর্থিত বিদ্রোহীরা।
আমেরিকার কর্মকর্তারা সতর্কতা জারি করে বলেছিল, কাশেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমেরিকার সৈন্যদের ওপর ইরাক ও সিরিয়ায় এমন হামলার ঘটনা বেড়ে যেতে পারে।
এদিকে ইরাকের ঘাটিতে হামলার বিষয়টি এখন পর্য়ন্ত স্বীকার করেনি কেউ। তবে ইরানের মদদপুষ্ট বিদ্রোহীরা হুশিয়ারি দিয়েছিল, তারা কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবে।
২০২০ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলা করে হত্যা করা হয় ইরানী জেনারেল কাশেম সোলাইমানিকে। সোমবার ইরানের রাষ্ট্রপতি দাবি করেছেন, সোলাইমানিকে হত্যা করার কারণে ট্রাম্পের বিচার করতে হবে নয়ত তারা কঠিন প্রতিশোধ নেবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত