যেভাবে ইরান-সৌদির সম্পর্ক এক ধাপ এগিয়ে গেল
মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তি ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক নতুন করে জোড়া লাগার পথে এক ধাপ এগিয়েছে।
রোববার সৌদি আরবের জেদ্দায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) সদর দপ্তরে তিন ইরানিয়ান কূটনীতিকের যোগদানের মাধ্যমে দুইদেশের মধ্যকার সম্পর্ক এক ধাপ এগিয়েছে বলে দ্য নিউ আরব নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
২০১৬ সালে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও ইরান। তবে গত বছর সম্পর্ক জোড়া লাগানোর জন্য সরাসরি আলোচনায় বসে পরমাণু শক্তি সমৃদ্ধ এ দুই দেশ।
গত বছরই ওআইসির সদর দপ্তরে কাজ করার জন্য তিন ইরানিয়ানকে ভিসা দিয়ে নিজেদের মধ্যে নতুন সম্পর্কের দ্বার নতুন করে উন্মোচন করে সৌদি।
এদিকে রবিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদাহ তিন ইরানিয়ান কূটনীতিককে আমন্ত্রণ জানান।
ইরাকের মধ্যস্থতায় রাজধানী বাগদাদে চার দফা আলোচনা করে সৌদি- ইরান। সেখানে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেয়া হয়।
সাঈদ খাতিবজাদাহ জানান, তার দেশ সৌদি আরব ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং ভবিষ্যতে ভালো ফলাফল আসবে বলেও আশা করেন তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত