জিনপিং- বাইডেন ফোনালাপ আজ

| আপডেট :  ১৮ মার্চ ২০২২, ০২:৫৭  | প্রকাশিত :  ১৮ মার্চ ২০২২, ০২:৫৭

 

ইউক্রেন ইস্যুতে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্স জানিয়েছেন, রাশিয়াকে যেকোন সহায়তার ব্যাপারে বেইজিংকে কড়া সতর্ক বার্তা দিতে পারেন বাইডেন।

এর আগে পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, বিশ্বের অনেক দেশের নিষেধাজ্ঞায় থাকা মস্কো সামরিকসহ বিভিন্ন খাতে সহায়তার জন্য চীনের কাছে আবেদন জানিয়েছে। যদিও এসব তথ্যকে মার্কিন গণমাধ্যমের গুজব বলে উড়িয়ে দেয় বেইজিং। সহায়তা চাওয়ার বিষয়টি অস্বীকার করে ক্রেমলিনও। তবে এধরনের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর পরিণতির ব্যাপারে চীনকে হুঁশিয়ারি দিয়ে আসছে ওয়াশিংটন। এদিকে, চলতি বছর প্রথমবারের মত দুই প্রেসিডেন্টের বৈঠকে তীব্র উত্তেজনা থাকার আভাস দিচ্ছে গণমাধ্যমগুলো।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে এই প্রথমবার আলাপ করতে যাচ্ছেন বাইডেন। এর আগে ইউক্রেনে রুশ অভিযানে মিত্র মস্কোর বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা জানাতে অস্বীকার জানায় বেইজিং। এ নিয়ে পশ্চিমাদের সমালোচনার মুখে পড়ে শি প্রশাসন। তবে চীন মস্কো-কিয়েভের যুদ্ধের পক্ষে নেই বলে দাবি করে বেইজিং।

সংকট উত্তরণে অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এরই ধারাবাহিকতায় হোয়াইট হাউস বিবৃতিতে জানায়, দুদেশের মধ্যে প্রতিযোগিতা এবং ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরুদ্ধেসহ অন্যান্য বিষয়েও আলোচনা হবে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী অ্যাখা দিয়ে বসলেন জো বাইডেন। অবশ্য তার এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ক্রেমলিন। বিবৃতিতে মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার কোনো অধিকার নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।

তিনি আরও বলেন, বহু বছর ধরে সারা বিশ্বের মানুষের ওপর বোমা হামলা এবং পরাজিত জাপানি হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছে যে দেশ, সেই দেশের নেতা হয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো অধিকার নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত