ভিডিও কলে এক ঘণ্টা ৫০ মিনিট কথা বললেন শি জিনপিং ও বাইডেন
সংঘাতের মাধ্যমে কেউই লাভবান হতে পারে না বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কলে তিনি এ মন্তব্য করেন। চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা, সিএনএন ও বিবিসিসহ অন্যান্য গণমাধ্যম।
ভিডিও কলে বাইডেনকে শি বলেন, দুই রাষ্ট্রের সম্পর্ক দ্বন্দ্বের পর্যায়ে যেতে পারে না। দ্বন্দ্ব এবং সংঘর্ষের মাধ্যমে কেউই লাভবান হতে পারে না। ইউক্রেন সংকট এমন কিছু যা আমরা দেখতে চাই না।
শি জিনপিং বলেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করতে হবে। পাশাপাশি উভয় পক্ষকেই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে এবং বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হোয়াউট হাউস জানিয়েছে, দুই নেতা এক ঘণ্টা ৫০ মিনিট ধরে কথা বলেন। গেল বছরের নভেম্বরের পর এটাই তাদের প্রথম কথোপকথন।
এই কথোপকথনে মার্কিন প্রেসিডেন্ট তার চীনা প্রতিপক্ষকে ইউক্রেনে আগ্রাসন নিয়ে রাশিয়ার ওপর পশ্চিমা চাপে যোগ দিতে রাজি করাবেন বলে আশা করছিলেন।
হোয়াইট হাউস এখনও ওই ভিডিও কল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই বলেছিল, ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ না করার জন্য চীনকে অনুরোধ করবেন বাইডেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শি ফোনালাপে বাইডেনকে বলেছেন, ‘ইউক্রেন সংকট এমন কিছু যা আমরা দেখতে চাই না।’
উল্লেখ্য, ন্যাটোতে যোগদান কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন।
দেশটিকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেতস্ক ও লুহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত