এক উইকেটে দুই রেকর্ড গড়বেন সাকিব!
একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওয়ানডেতে) ২৬৯টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মতুর্জা ও সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দুই উইকেট নিয়ে মাশরাফির সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব।
আর মাত্র ১ উইকেট নিলেই একসঙ্গে দু’টি নতুন রেকর্ডের মালিক হবেন সাকিব। এরমধ্যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে ১ উইকেট প্রয়োজন সাকিবের।
লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারে ২১১টি ম্যাচ খেলেছেন। আর সাকিবের নামের পাশে আছে ২১৮টি ম্যাচ।
অন্যদিকে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র ১টি উইকেট পেলে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন সাকিব। পাকিস্তানের সাবেক অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ১২২ উইকেট নিয়েছেন। আর সাকিব মিরপুরে ৮৪ ম্যাচে নিয়েছেন তার সমান উইকেট।
আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। এই ম্যাচেই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন সাকিব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত