ইউক্রেন এখন ভিন্ন কথা বলছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

| আপডেট :  ০৯ এপ্রিল ২০২২, ১২:০২  | প্রকাশিত :  ০৯ এপ্রিল ২০২২, ১২:০২

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার জানিয়েছেন, পূর্বের শান্তি আলোচনায় ইউক্রেন যেসব বিষয়ে একমত হওয়ার কথা দিয়েছিল, সে কথা এখন ঘুরিয়ে দিয়েছে। তারা এখন ভিন্ন কথা বলছে।

ল্যাভরভ দাবি করেছেন, রাশিয়ার কাছে ইউক্রেন শান্তি চুক্তির একটি খসড়া পাঠিয়েছে। কিন্তু খসড়ায় যে সকল দাবি আছে সেগুলো ‘অগ্রহণযোগ্য’।

তবে ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত রাখতে রাশিয়া চেষ্টা চালিয়ে যাবে এবং নিজেদের দাবিগুলো আদায় করবে।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শান্তি আলোচনা যে গতিতে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে এটি আগাচ্ছে না।

তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধাপরাধের বিষয়টি সামনে এনে এখন আলোচনায় বিঘ্ন ঘটাচ্ছে পশ্চিমারা।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের এর প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

তবে ইউক্রেন আগেই জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রয়োজন আছে, তারা অবশ্যই শান্তি আলোচনা করবে। কিন্তু নিজেদের সার্বভৌমতা ও অখন্ডতা নিয়ে কোনো আপস করবে না।

এদিকে এর আগে গত সপ্তাহে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের দাবিগুলো মৌখিকভাবে মেনে নিয়েছে।

ইউক্রেন জানিয়েছিল, তারা রাশিয়ার শর্ত অনুযায়ী ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না। কিন্তু এর বদলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

সূত্র: আল জাজিরা, ইউএস নিউজ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত