সেই হামলা নিয়ে রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

| আপডেট :  ০৯ এপ্রিল ২০২২, ১২:১৯  | প্রকাশিত :  ০৯ এপ্রিল ২০২২, ১২:১৯

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত দোনবাস প্রদেশের ক্রামাতোর্সক ট্রেন স্টেশনে হামলা নিয়ে পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। এবার শুক্রবারের ওই হামলা নিয়ে নিজেদের মূল্যায়ন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ছোড়া একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রই ওই ট্রেন স্টেশনে আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবারের ওই হামলার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উল্টো ইউক্রেনের ওপর দোষ চাপিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই ট্রেন স্টেশনে যে ধরনের মিসাইল দিয়ে হামলা করা হয়েছে তা ইউক্রেন ব্যবহার করে। ওই একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে ১৪ মার্চ দোনেৎস্ক শহরের কেন্দ্রস্থলে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ১৪ জন নিহত ও ১৭ জন আহত হন বলে আরই‘র প্রতিবেদনে বলা হয়েছে।

যদিও ওই হামলার জন্য রাশিয়াকেই দুষছে ইউক্রেন। এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, এটা আরেকটি প্রমাণ রাশিয়া মায়া দয়াহীনভাবে, বর্বরভাবে বেসামরিকদের লোকদের হত্যা করছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে চালান ওই হামলায় অনন্ত ৫০ জন নিহত হয়েছেন। হামলার সময় স্টেশনটিতে প্রায় হাজার খানেক বেসামরিক মানুষ ছিল বলে দাবি করছেন স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত