পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন শুরু, যোগ দেননি ইমরান খানসহ পিটিআই সদস্যরা

| আপডেট :  ০৯ এপ্রিল ২০২২, ১২:৩৪  | প্রকাশিত :  ০৯ এপ্রিল ২০২২, ১২:৩৪

 

পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে অধিবেশন শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হয়েছে এই অধিবেশন। তবে অধিবেশনে দেখা যায়নি ইমরান খানসহ পিটিআইয়ের অধিকাংশ সদস্য।
অধিবেশনে আজ ভোট দিবেন পার্লামেন্টে সদস্যরা। এর মধ্য দিয়ে নির্ধারিত হয়ে যাবে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভাগ্য।

অনাস্থা ভোটে জয় পেতে জাতীয় পরিষদের ৩৪২ সদস্যের অন্তত ১৭২ জনের সমর্থন দরকার হবে ইমরানের। বেশ কয়েকজন আইনপ্রণেতা জোট ছাড়ায় এরইমধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ইমরানের পরাজয় প্রায় নিশ্চিত।

তবে ক্ষমতাসীন পিটিআই বলছে, এখনই বিরোধীদের জন্য মাঠ ছাড়ছেনা তারা। শনিবারের অধিবেশনে বিদেশি ষড়যন্ত্র মূলক বার্তা তুলে ধরে তার উপর বিতর্কের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানানোর ঘোষণা দিয়েছে দলটি।

এদিকে, শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে পাকিস্তানের সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইমরান খান। কোর্টের রায় মেনে নিলেও আমদানি করা সরকার গ্রহণ না করার ঘোষণা দেন তিনি।

রবিবার এশার নামাযের পর দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দেন ইমরান। অন্যদিকে, স্পিকারের পর শুক্রবার পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাশেম সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত