১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি আরব
করোনার বিধি নিষেধ উঠে যাওয়ায় এবছর হজে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। চলতি বছর দেশ ও দেশের বাইরের ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ৬৫ বছরের বেশি বয়সী কোন ব্যক্তি হজে অংশ নিতে পারবেন না। হজে যাওয়া ব্যক্তিদের করোনার পূর্ণ ডোজ টিকা গ্রহণও বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সৌদির বাইরে থেকে যেসব ব্যক্তি হজে অংশ নিতে চান, তাদের করোনার পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফলও জমা দিতে হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে করোনা মহামারির কারণে গেল দুই বছর নানা বিধিনিষেধের মধ্য দিয়ে সীমিত পরিসরে হজ আয়োজন করে সৌদি আরব।
শনিবার এক টুইটে এ ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত