পাকিস্তানের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগ

| আপডেট :  ১০ এপ্রিল ২০২২, ০১:২৩  | প্রকাশিত :  ১০ এপ্রিল ২০২২, ০১:২৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি নিয়ে দিনভর নাটকীয়তা চলছে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হলেও বেশ কয়েকবার তা মূলতবি করেছেন স্পিকার আসাদ কায়সার।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অনাস্থা প্রস্তাবে ভোট এড়াতে রাতে পদত্যাগ করেছেন স্পিকার আসাদ। প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগত হিসেবে পরিচিত ডেপুটি স্পিকার কাসিম খান সুরিও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে কায়সার বলেছেন তিনি মন্ত্রিসভা থেকে ‘গুরুত্বপূর্ণ নথি’ পেয়েছেন, যা তিনি বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতিকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

পার্লামেন্টে তিনি বলেছেন, ‘আমাদের আইন এবং আমাদের দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি স্পিকার পদে থাকতে পারব না এবং এ কারণে পদত্যাগ করব।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত