ইফতার পার্টিতে মমতা ব্যানার্জি

| আপডেট :  ২২ এপ্রিল ২০২২, ০১:৫৮  | প্রকাশিত :  ২২ এপ্রিল ২০২২, ০১:৫৮

কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজন করা হয়েছিল ইফতার পার্টি।

সন্ধ্যা ৬টা নাগাদ ইফতার পার্টিতে আসেন মমতা। অনুষ্ঠানে সংখ্যালঘু ভাইবোনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মমতা ছাড়াও ‘দাওয়াত-এ-ইফতার’ পার্টিতে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র এবং পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি, সাংসদ মালা রায়, বিধায়ক ও গায়ক বাবুল সুপ্রিয়, বিধায়ক দেবাশীষ কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সামী জাহান প্রমুখ।

করোনার কারণে গত দুই বছর ইফতার পার্টি বন্ধ ছিল। স্বাভাবিকভাবেই এ বছর ইফতার পার্টিতে উপস্থিত সবার মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিকে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ মিশনের কর্মকর্তারা, চিত্র পরিচালক গৌতম ঘোষ, প্রকাশক ত্রিদিব চ্যাটার্জী, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাসিশ সুর প্রমুখ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত