আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

| আপডেট :  ২২ এপ্রিল ২০২২, ০২:০৩  | প্রকাশিত :  ২২ এপ্রিল ২০২২, ০২:০৩

আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদ ও কুন্দুজ শহরে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া ৩২ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জোহরের নামাজের পর মাজার-ই-শরিফের শিয়া মসজিদকে লক্ষ্য করা বোমা হামলা করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটস (আইএস) হামলার দ্বায় স্বীকার করেছে।

এ ঘটনায় বলখ প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র আহমেদ জিয়া জিন্দানি জানিয়েছেন, হামলায় ১২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫৮ জন। এদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, হতাহতের আত্মীয়রা হাসপাতালে স্বজনদের খুঁজতে এসেছিলেন। এ সময় তারা চিৎকার করছিলেন। অনেকে স্বজনদের রক্ত দিতেও এসেছিলেন।

এছাড়া কুন্দুজ শহরে তালেবান সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলায় চারজন নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন ১৮ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত