বহুল আলোচিত জবানবন্দিতে কোনো উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প

| আপডেট :  ১১ আগস্ট ২০২২, ১২:৫৬  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২২, ১২:৫৬

পারিবারিক ব্যবসা পরিচালনায় দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। বহুল আলোচিত এ বিষয়টি নিয়ে বুধবার জবানবন্দি দেওয়ার কথা ছিল তার।

নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কাছে বুধবার জবানবন্দি দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এই জবানবন্দিতে কোনো উত্তর দেননি ট্রাম্প। খবর সিএনএনের।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটি পোস্টে এমনটি জানিয়েছেন ট্রাম্প নিজে।

জবানবন্দিতে উত্তর না দেওয়ার ব্যাপারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্টের নাগরিকদের যে অধিকার আছে সে অধিকারবলে এবং আমার কাউন্সেলের পরামর্শ অনুযায়ী আমি জবানবন্দিতে কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছি।

ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন বাইডেন প্রশাসনের বিচার বিভাগের ওপর আস্থা হারিয়েছেন তিনি।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশন ঋণের ক্ষেত্রে সুবিধা পেতে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছে এবং কর পরিশোধের ক্ষেত্রে কম দেখিয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

সূত্র: সিএনএন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত