কাবুলে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ অনেকে নিহত

| আপডেট :  ১৮ আগস্ট ২০২২, ০২:৩৭  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২২, ০২:৩৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, সন্ধ্যায় নামাজের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে সিদ্দিকী মসজিদের ইমামও রয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জর্ডান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, শহরের উত্তর-পশ্চিমে একটি মসজিদে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। তবে হামলার পেছনে কে জড়িত তা এখনো জানা যায়নি।

কাবুলে পরিচালিত ইতালিয়ান এনজিও ইমার্জেন্সি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, তিনজনের মৃত্যুর খবর জানা গেছে। এতে ২৭ জন আহত হয়েছে, যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে, এদের একজনের বয়স সাত বছর।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন তালেবান গোয়ন্দা বলেছেন, ৩৫ জনের মতো নিহত বা আহত হয়েছে এবং এই সংখ্যা বাড়তে পারে। তারা ঘটনাস্থলে আছে এবং তদন্ত চলছে।
সূত্র: বিবিসি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত