নতুন উদ্যোগের আওতায় ব্যবসা নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-তাইওয়ান
নতুন উদ্যোগের আওতায় ব্যবসা নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-তাইওয়ান। উভয় দেশ বলছে, অর্থনৈতিকভাবে অর্থপূর্ণ ফলাফলে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।
রয়টার্সের খবর বলছে, স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির সমর্থনে যুক্তরাষ্ট্রের এটা আলাদা একটি পদক্ষেপ।
গত জুনে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ‘ওয়াশিংটন-তাইপে একুশ শতাব্দির ব্যবসা’ উদ্যোগ সামনে আনে। যদিও এর কিছুদিন আগে বাইডেন প্রশাসন চীনের দাবিকৃত দ্বীপটিকে এশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক পরিকল্পনা থেকে বাদ দেয়।
যুক্তরাষ্ট্রের ব্যবসা বিষয়ক প্রতিনিধি দপ্তর বলছে, দুই পক্ষ আলোচনায় বসতে ঐক্যমতে পৌঁছেছেন। প্রথম দফার বৈঠক আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক বছর যাবত তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছে ব্যাপকভিত্তিতে ‘ফ্রি ব্যবসা চুক্তি’র দাবি জানিয়ে আসছে।
রয়টার্সের খবরে বলা হচ্ছে, আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানের জন্য সমর্থন জোরাল করতে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত