গরমের প্রবল তাপদাহ থেকে বাঁচতে ‘বিশেষ গুহায়’সময় কাটাচ্ছে চীনারা

| আপডেট :  ২৫ আগস্ট ২০২২, ০৫:৪৭  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২২, ০৫:৪৭

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। চীনারা তাদের দেশকে চুংকুও নামে ডাকে, যার অর্থ “মধ্যদেশ” বা “মধ্যবর্তী রাজ্য” জানা যায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের বাসিন্দারা প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন। সেখানে সাম্প্রতিক তাপমাত্রা এলাকার রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। এ অবস্থায় চংকিং অঞ্চল ও এর আশপাশের বাসিন্দারা ভূগর্ভস্থ বাঙ্কার ও গুহায় তৈরি রেস্তোরাঁগুলোতে আশ্রয় খুঁজছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সিচুয়ান ও এর আশেপাশের এই তাপদাহ বিশ্বের অন্যতম মারাত্মক হতে পারে।

ক্রমবর্ধমান তাপদাহের ফলে চীনে খরার প্রভাব আরো বাড়ছে।

খবরে বলা হয়, সিচুয়ানের অনেক রেলস্টেশন বিদ্যুত্ সাশ্রয়ের জন্য ট্রেনের বাতির উজ্জ্বলতা কমিয়ে দিয়েছে। মধ্যরাতের পর রাস্তার বাতি নিভিয়ে দেওয়ায় অন্ধকারের মধ্যে হাঁটতে দেখা যায় অনেককে।

বিদ্যুত্ সংরক্ষণের জন্য চীনা কর্তৃপক্ষ সিচুয়ানের সরকারি দপ্তরগুলোর শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের শীতলীকরণের মাত্রা কমাতে বলেছে। চংকিংয়ের শিল্পাঞ্চলগুলোকে বিদ্যুত্ সাশ্রয়ের জন্য সময় বেঁধে দিয়ে উত্পাদন সীমিত করতেও বলা হয়েছে। সূত্র: বিবিসি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত