পশ্চিমা শক্তিধর দেশগুলোর প্রতি ইরানের সঙ্গে চুক্তি না করার আহ্বান ইসরাইলের

| আপডেট :  ২৬ আগস্ট ২০২২, ১২:১২  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২২, ১২:১২

ইসরাইলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমা শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার বিষয়টি থেকে পিছিয়ে যান।

তিনি বলেছেন, পারমাণবিক চুক্তির আলোচনাটিকে ব্যবহার করছে ইরান এবং এমন কোনো চুক্তি হলে সেটি ইসরাইলের শত্রুকে পুরস্কার দেওয়া হবে।

ইয়ার লাপিদ বলেছেন এটি একটি ‘খারাপ চুক্তি’। তাছাড়া তিনি বলেছেন, বাইডেন ইসরাইলকে যে রেড-লাইন বজায় রাখার কথা দিয়েছিলেন সেটি তিনি রাখতে পারেননি।

এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের লাগাম টেনে ধরতে তাদের সঙ্গে একটি চুক্তি করতে তৎপর হয়ে ওঠেছেন জো বাইডেন। চুক্তি হলে ইরানের ওপর থেকে অসংখ্য নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র।
এর আগে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, চুক্তি সম্পাদিত হওয়ার কয়েকদিনের মধ্যেই কয়েকশ বিলিয়ন ডলার আয় করবে ইরান।

ইয়ার লাপিদও ঠিক একই দাবি করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান কয়েকদিনের মধ্যে তাদের অর্থ ফিরে পাবে যা দিয়ে পরবর্তীতে তারা তাদের কার্যক্রম চালাবে।

পারমাণবিক চুক্তিটি মূলত হয়েছিল ২০১৫ সালে। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। কিন্তু ২০১৮ সালে এটি বাতিল করে দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে দেন।

এ ঘটনার প্রতিশোধ হিসেবে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম আরও বাড়িয়ে দেয়।

সূত্র: আরব নিউজ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত