পুতিনের সঙ্গে আলোচনা করে যে পদক্ষপ নিল বেলারুশ
বেলারুশের এসইউ-২৪ যুদ্ধবিমানগুলো ফের পারমাণবিক অস্ত্র বহনের জন্য ঠিক করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, তিনি এর আগে তার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপে সম্মত হয়েছেন।
বেলারুশের নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই তবে আর্থিক ও রাজনৈতিকভাবে দেশটি তার ঘনিষ্ঠ মিত্র মস্কোর উপর নির্ভর করে। সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত