কোহলি’র ব্যাটে পাকিস্তানকে বড় টার্গেট দিল ভারত
এশিয়া কাপের ১৫তম আসরের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এ ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ম্যাচের শুরু থেকেই মারকুটে ব্যাটিংয়ে এগিয়ে যায় ভারত। তবে শেষের দিকে পাকিস্তানি বোলারদের তোপে কাঙ্খিত স্কোর দাড় করতে পারেনি ভারত। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান দাড় করাতে সক্ষম হয় ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের সুপার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে বিধ্বংসী সূচনা পায় ভারত। অন্য ওপেনার লোকেশ রাহুলও সমানতালে ব্যাটিং শুরু করেন। মাত্র ৪.২ ওভারে ওপেনিং জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। ৫৪ রানেই এই ধ্বংসাত্মক জুটির অবসান হয়। তবে হারিস রউফের বলে খুশদিল শাহর তালুবন্দি হন রোহিত শর্মা। আউট হওয়ার আগে তার সংগ্রহ ১৬ বলে ৩ চার ২ ছক্কায় ২৮ রান। লোকেশ রাহুলও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ২০ বলে ১ চার ২ ছক্কায় ২৮ রানের ইনিংস শেষ হয় শাদাব খানের শিকার হয়ে। নতুন দুই ব্যাটার বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন।
তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সূর্যকুমার। মোহাম্মদ নওয়াজের বলে আসিফ আলীর তালুনবন্দি হয়ে থেমেছে তার ১০ বলে ১৩ রানের ইনিংস। এরপর বিরাট কোহলির ব্যাটে ১১তম ওভারে একশ ছাড়ায় ভারতের স্কোর। ঋষভ পন্থ ১২ বলে ১৪ করে শাদাব খানের শিকার হন। এরপরই ‘ডাক’ মারেন পাকিস্তানকে গ্রুপ পর্বে হারানোর নায়কক হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ হাসনাইনের বলে তিনি ধরা পড়েন নওয়াজের হাতে।
তবে একপ্রান্ত আগলে রাখছিলেন কোহলি। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। মোহম্মদ হাসনাইনকে ছক্কা মেরে ক্যারিয়ারের ৩২ নম্বর ফিফটি তুলে নিতে কোহলি সময় নেন ৩৬ বল। শেষ ওভারের চতুর্থ বলে রান-আউট হয়ে থামে তার ৪৪ বলে ৪ বাউন্ডারি এবং ১ ছক্কায় গড়া ৬০ রানের ইনিংস। শেষ বলে রবি বিষ্ণোইয়ের শট ডিপ মিডউইকেটে থাকা ফখর জামানের হাত ছুঁয়ে চলে যায় সীমানার বাইরে। ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮১ রান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত